Welcome to Directorate of Women Affairs, Comilla. As there is no office setup of "Office of Upazila Women Affairs Officer" in Sadar Upazila of each district, official activities are conducted from Deputy Director's office. Providing the necessary information online about Directorate of Women Affairs, Comilla to the citizens of Adarsh Sadar Upazila of Comilla district is the basis of creating this web portal. purpose
সিটিজেন চার্টার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,
কুমিলস্না সদর, কুমিলস্না।
ক্রমিক নং | কার্যক্রম | সেবার ধরন | সেবা গ্রহনকারী | সেবা প্রদানের সময়সীমা | মমত্মব্য | |
০১. | দুঃস্হ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি কর্মসূচী) | ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরণ । এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে ক)২(দুই) বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়। খ)আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। গ)মাসিক সঞ্চয় জমার মাধ্যমে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা হয় এবং ২(দুই) বৎসরমেয়াদ শেষে সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান করা হয়। ঘ)ভিজিডি চক্রশেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা হয়।
| দারিদ্রপীড়িত ও দু:সহ গ্রামীন মহিলা। | ৬মাস |
| |
০২.
০৩.
০৪.
০৫.
০৬.
| দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচী।
ÿুদ্রঋণ কার্যক্রম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ।
সেচ্ছাসেবী মহিলাসমিতি নিবন্ধন।
সচেতনতা বৃদ্ধি এবং সমতামূলক কার্যক্রম।
| ক)মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/- টাকা হারে দুইবৎসরমেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। খ) সনত্মান প্রসব পূর্ব ও পরবর্তী মা ও শিশুর স্বাস্্&&&&&&&থ্যসেবার বিষয়ে ভাতাভোগীদের নির্ধারিত এন. জি.ও-র মাধ্যমে ইউনিয়ণ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। ÿুদ্রঋন কার্যক্রমের আওতায় দু:স্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ÿুদ্রঋণ প্রদান করা। এ কার্যক্রমের আওতায়--- ক) ৫০০০/- টাকা থেকে (১৫,০০০/-) টাকা পর্যমত্ম সহজশর্তে ঋণ প্রদান করা হয়। খ)ঋণ গ্রহীতাদের সংগে শুধুমাত্র ৫%থেকে ১০% হারে সার্ভিস চার্জ প্রদান করতে হয়। মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের ্লক্ষে উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি--- ক) স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষে প গ্রহনের ব্যবস্থা করা হয়। খ)কোর্ট থেকে পাঠানো মামলাসমূহের নির্ধারিত সময়ের মধ্যে সরেজমিনে তদমত্ম পূর্বক প্রতিবেদন প্রেরণ করা হয়। ক) উন্নয়ণ কর্সসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠীর মধ্যে সম্প্রসারণ করার লক্ষে স্বেচছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা খ)মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য নিবন্ধীত সক্রিয় মহিলা সংগঠন- সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার আর্থিক অনুদান দেয়া হয়। নারী উন্নয়ণ ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন- সচেতনতামূলক কার্যক্রম গ্রহন। যেমন:-যৌতুক ও বাল্য- বিবাহ প্রতিরোধ, জনম- নিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদবুদ্ধকরন। | পলস্নীএলাকার দরিদ্র গর্ভবতী মহিলা।
কর্মক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারী।
স্থানীয় নির্যাতিত নারী ও শিশু
| ২মাস
ক)নীতিমালা অনুযায়ী উপজেলা কমিটির অনুমোদন পর্যমত্ম--- ২মাস।
খ)পুনঃ বিনিয়োগত ১মাস।
আবেদন ও অবহিত হওয়ার প্রেক্ষি তে তাৎক্ষনিক- ভাবে পদক্ষেপ গ্রহন।
আবেদন প্রাপ্তির ১মাসের মধ্যে।
আবেদনের প্রেক্ষিতে ২মাসের মধ্যে।
বছরব্যাপী ও দিবস অনুযায়ী।
|
| |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS